Wednesday, August 21, 2013

কথা বল্লেই বৃষ্টি // সুব্রত পাল


এক পা হেঁটে মোড় ঘুরতেই বৃষ্টি
একবেলা রোদ অল্প উঠেই বৃষ্টি -
এমন কিছু মেঘ নেই তবু বৃষ্টি
এক পা হেঁটেই ওলটপালট বৃষ্টি।

চুল ভিজে যায়, চোখ ভিজে যায়
ধূধূ রাস্তার পিচ ভিজে যায় -
অচেনা মেয়ের মন কাছে টানা বৃষ্টি
প্রেমিকার চোখে কখনো সখনো বৃষ্টি।

চৈত্র মাসের দুপুর বেলার বৃষ্টি -
বুকের মধ্যে টন্‌টনানো বৃষ্টি।

সে মেয়ের হাতে হাত রাখলেই
সে মেয়ের ঠোঁটে ঠোঁট রাখলেই -
কিম্বা একটু কথা বল্লেই, বৃষ্টি
খুব ভালো লাগা, ছিটেফোঁটা খুব বৃষ্টি।

© 2013 Subrata Paul. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.