Friday, September 6, 2013

ওগো পদ্মপাতা // সুব্রত পাল


আমার পদ্মপাতা -
তুমি জলের সাথে খ্যালো। 
ঝঞ্ঝা কেটে ঠাণ্ডা স্বচ্ছ জলে 
আমার পদ্মপাতা - 
যাবোই, আমি যাবো।

তোমার বৃত্ত ছুঁয়ে - 
আমি কাজ পাগলা হলাম। 
রাত্রি শেষে বুক কেঁদে যায় 
               অনন্ত বিশ্রামে - 
আমার পদ্মপাতা - 
তুমি সাথীর কথা 
ভাবলে যদি, বলো।

তোমার পদ্মমধু - 
তোমার ঠোঁটের কষে 
তুমি ধুইয়ে দেবে চোখ। 
তোমার পায়ের নিচে - 
ভুলে রক্ত কাঁটা কালো 
আমি হাত রাখবো তাতেই।

আমার পদ্মপাতা - 
আমি যাবোই যাবো 
নীল জলের ফোঁটা 
ঘিরে যখন তোমায়।

© 2013 Subrata Paul. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.