Monday, September 23, 2013

ভেসে যেতে চাই // সুব্রত পাল


কোন দিক থেকে কোন দিকে ভেসে যেতে চাই
সেটা যদি বোঝাতে পারতাম, এই তোমাকেই
                              তাহলে তুমিও সঙ্গী হতে
তুমি ঠাণ্ডা হাওয়া চোখে মুখে মেখে নিয়ে
                                       হতে অপলক
তারপর শুধু নীল নীল নীলাকাশ
মাঝে মাঝে দু' এক পশলা বৃষ্টি

আসলে সেটা স্বপ্ন

আর যেটা স্বপ্ন নয়, সেটা যদি
তোমাকে বোঝাতে পারতাম, এই তোমাকেই
তাহলে দৃষ্টি আটকে যেত শহরের চৌহদ্দিতে
যেখানে শুধুই ধুলো আর ধুলো
চারপাশের মানুষজন ভীষণ ব্যস্ত

কোথায় গন্তব্য? কোথায় যাচ্ছে ওরা?
আমিও কি ওদের সঙ্গে যাব?
নাকি তোমাকে সঙ্গী করে
দু এক পা এগিয়ে আর মাঝে মধ্যে
                               দু এক পা পিছিয়ে
অসম্ভব কোনো স্বপ্ন দেখবো

কোন দিক থেকে কোন দিকে ভেসে যাবো আমি?
কোথায় আমার সেই পরিচিত মুখগুলো
যারা আমার সমস্ত চালচলনের সাক্ষী ছিল
যাদের আমি ঘণ্টার পর ঘণ্টা
জোর করে আমার প্রলাপ শুনিয়েছি
আর তারাও শুনেছে নীরব হয়ে
                             কোনো প্রতিবাদ ছাড়াই

দ্যাখো, একটা প্রতিবাদী মিছিল
এই এইদিকেই এগিয়ে আসছে

ওরা আর দাঁড়াতে দেবে না

এই চৌরাস্তার মোড় ছেড়ে যেতে হবে এক্ষুনি
যেতে হবে দূরে কোথাও
              নইলে ওরা আমাকেও, ওদের ওই
প্রতিবাদী দলে সামিল করে নেবে
            জানি, আমি ঠিকই জানি
           ওরা আমাকে ছেড়ে দেবে না

তাহলে আমিও কি শেষে প্রতিবাদী হবো?
আর হল্লা করতে করতে এগিয়ে যাব
                             দু' হাতে নিশান আগলে

কোন দিক থেকে কোন দিকে ভেসে যেতে চাই
সেটা যদি বোঝাতে পারতাম, এই তোমাকেই
                          তাহলে তুমিও সঙ্গী হতে
তুমি কাকভোরে উঠে অপেক্ষা করতে
                                      আমার জন্য
আর আমিও তোমার পিঠে হাত রেখে বলতাম,
                                           চলো এবার...

© 2013 Subrata Paul. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.