Search

Thursday, March 21, 2013

আগুন // সুব্রত পাল


একটি ফোঁটা মাথায় পড়ে,
একটি ফোঁটা পায়ে।
শেষকালে কি ভিজতে গিয়ে
পড়বি মানের দায়ে?

মান খোয়ালে শোল বোয়ালে
ঘষটে দেবে গা।
ও মেয়ে তুই থাকবি ঘরে,
বাইরে যাবি না।

বাইরে দেখি আসল মেকি
দাঁড়িয়ে দুয়ার ধরে।
সাধুর সাথে গলায় গলায়
মিল হয়েছে চোরের।

চোরের সাথে ভোরের দিকে
ইকির মিকির খেলা।
আগুন এসে শরীর ঘেঁষে
গড়বে তখন ভেলা।

ভেলায় ভেসে দিনের শেষে
পড়বি মানের দায়ে।
একটি ফোঁটা মাথায় পড়ে,
একটি ফোঁটা পায়ে।

© 2013 Subrata Paul. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.