Search

Thursday, December 26, 2013

অল্প শীতে কবিতার উৎসব // সুব্রত পাল


তোমাকে নিয়ে আরও অনেক,
অনেক কথা লেখা হবে
অঘ্রানে ধান কাটা হবে
নবান্নের ভুরি ভোজ হবে
অল্প শীতে কবিতার উৎসব হবে
খুব ভালোবাসার কবিতা
                     তোমাকে নিয়ে

দ্যাখো, আমরা সবাই দলছুট
আমরা সবাই প্রেমিক
তুমি আমাদের প্রেম দাও
সব্বার কিছু কিছু ইচ্ছে পূর্ণ করে দাও
সব্বার বাড়ানো হাত একটু ধরো
আমরা আরও অনেককিছু লিখি
                          তোমাকে নিয়ে

তারপর সুর হোক, গান হোক
হাসি হোক, আনন্দ হোক 
হৈ হৈ করে বন্ধুত্ব হোক
সারারাত ধরে জমাটি আড্ডায়
দারুণ মজে যাওয়া হোক
                        তোমাকে নিয়ে

তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো
থাকো একেবারে চলার মুহূর্ত থেকে
তুমি আমাদের সামনে সামনে হাঁটো
আমরা একেবারে আচ্ছন্ন হয়ে যাই
আরও অনেক, অনেক স্বপ্ন দেখি
                            তোমাকে নিয়ে 


© 2013 Subrata Paul. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.

Friday, October 4, 2013

তোমার দুর্গা আমার দুর্গা // সুব্রত পাল


তোমার দুর্গা মহালয়া ভোরে শরৎ মাখছে গায়
আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায়।

তোমার দুর্গা অকালবোধন একশো আটটা ফুল
আমার দুর্গা দূর থেকে দ্যাখে খিচুড়ির ইস্কুল।

তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার
আমার দুর্গা ঘর দোর ভাসা বাঁধ ভাঙা বন্যার।

তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মা'র বাড়িতেই
আমার দুর্গা মা'র কোলে পিঠে, বাবার খবর নেই।

তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজো
আমার দুর্গা ইট বয়ে বয়ে এক্কেবারেই কুঁজো।

তোমার দুর্গা হুল্লোড়ে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে
আমার দুর্গা বাঁচতে শিখছে অতীতকে ছুঁড়ে ফেলে।

তোমার দুর্গা আলো ঝলমল চেনে না অন্ধকার
আমার দুর্গা রোজ সেজে গুজে খোঁজে তার সংসার।

তোমার দুর্গা শপিং মলের কফির ধোঁয়ায় ওড়ে
আমার দুর্গা চা বানাচ্ছে, তিন রাস্তার মোড়ে।

তোমার দুর্গা বহুজাতিকের বহুজনহিতায়চ
আমার দুর্গা কালকে যেমন, আজো তথৈবচ।

তোমার দুর্গা ছবির ফ্রেমের শিউলি এবং কাশে
আমার দুর্গা এখনো আশায় কেউ যদি ভালোবাসে।

তোমার দুর্গা ধুনুচি নাচের ঢ্যাম্‌ কুড় কুড় ঢাকে
আমার দুর্গা ঘুরেই মরছে দশচক্রের পাকে।

তোমার দুর্গা অঢেল খাবার অঢেল নষ্ট হয়
আমার দুর্গা দিন আনাআনি কিছু নেই সঞ্চয়।

তোমার দুর্গা কুলকুল নদী, স্নেহের প্রথম পাঠ
আমার দুর্গা নখের আঁচড়ে ভয়েই শুকিয়ে কাঠ।

তোমার দুর্গা অস্ত্র শানায় সিংহবাহিনী রূপ
আমার দুর্গা কাঁদতে কাঁদতে নির্বাক, নিশ্চুপ।

তোমার দুর্গা দশভুজা হয়ে অসুরের মাথা কাটে
আমার দুর্গা অপুষ্টি নিয়ে ধুঁকতে ধুঁকতে হাঁটে।

আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে ?
আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে !!


© 2013 Subrata Paul. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.

Monday, September 23, 2013

ভেসে যেতে চাই // সুব্রত পাল


কোন দিক থেকে কোন দিকে ভেসে যেতে চাই
সেটা যদি বোঝাতে পারতাম, এই তোমাকেই
                              তাহলে তুমিও সঙ্গী হতে
তুমি ঠাণ্ডা হাওয়া চোখে মুখে মেখে নিয়ে
                                       হতে অপলক
তারপর শুধু নীল নীল নীলাকাশ
মাঝে মাঝে দু' এক পশলা বৃষ্টি

আসলে সেটা স্বপ্ন

আর যেটা স্বপ্ন নয়, সেটা যদি
তোমাকে বোঝাতে পারতাম, এই তোমাকেই
তাহলে দৃষ্টি আটকে যেত শহরের চৌহদ্দিতে
যেখানে শুধুই ধুলো আর ধুলো
চারপাশের মানুষজন ভীষণ ব্যস্ত

কোথায় গন্তব্য? কোথায় যাচ্ছে ওরা?
আমিও কি ওদের সঙ্গে যাব?
নাকি তোমাকে সঙ্গী করে
দু এক পা এগিয়ে আর মাঝে মধ্যে
                               দু এক পা পিছিয়ে
অসম্ভব কোনো স্বপ্ন দেখবো

কোন দিক থেকে কোন দিকে ভেসে যাবো আমি?
কোথায় আমার সেই পরিচিত মুখগুলো
যারা আমার সমস্ত চালচলনের সাক্ষী ছিল
যাদের আমি ঘণ্টার পর ঘণ্টা
জোর করে আমার প্রলাপ শুনিয়েছি
আর তারাও শুনেছে নীরব হয়ে
                             কোনো প্রতিবাদ ছাড়াই

দ্যাখো, একটা প্রতিবাদী মিছিল
এই এইদিকেই এগিয়ে আসছে

ওরা আর দাঁড়াতে দেবে না

এই চৌরাস্তার মোড় ছেড়ে যেতে হবে এক্ষুনি
যেতে হবে দূরে কোথাও
              নইলে ওরা আমাকেও, ওদের ওই
প্রতিবাদী দলে সামিল করে নেবে
            জানি, আমি ঠিকই জানি
           ওরা আমাকে ছেড়ে দেবে না

তাহলে আমিও কি শেষে প্রতিবাদী হবো?
আর হল্লা করতে করতে এগিয়ে যাব
                             দু' হাতে নিশান আগলে

কোন দিক থেকে কোন দিকে ভেসে যেতে চাই
সেটা যদি বোঝাতে পারতাম, এই তোমাকেই
                          তাহলে তুমিও সঙ্গী হতে
তুমি কাকভোরে উঠে অপেক্ষা করতে
                                      আমার জন্য
আর আমিও তোমার পিঠে হাত রেখে বলতাম,
                                           চলো এবার...

© 2013 Subrata Paul. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.

Friday, September 13, 2013

পাগলা, ফাঁদে পা // সুব্রত পাল


পাগলা, সমুদ্দুর ! ভাসবি যদি চল্‌ -
মেঘ ভাবলে মেঘ। জল ভাবলে জল।

জ্বলতে এত সুখ চোখ জ্বলছে আজ -
রূপ ভাবলে রূপ। সাজ ভাবলে সাজ।

পাগলা, খালি গায় আছড়ে পড়ে চাঁদ -
যোগ ভাবলে যোগ। বাদ ভাবলে বাদ।

খেলতে মানা নেই সাজিয়ে নিয়ে ছক -
চুপ ভাবলে চুপ। বক্‌ ভাবলে বক্‌।

পাগলা, হট্টগোল ! শান্ত হয়ে বোস্‌ -
গুণ ভাবলে গুণ। দোষ ভাবলে দোষ।

সকালে তাজা প্রাণ সন্ধ্যে বেলা লাশ -
দূর ভাবলে দূর। পাশ ভাবলে পাশ।

পাগলা, হাতের পাঁচ ধরবি যদি ধর -
প্রেম ভাবলে প্রেম। ঘর ভাবলে ঘর।

আদর ছুঁয়ে মন শরীর পেতে চায় -
বুক ভাবলে বুক। আয় ভাবলে আয়।

পাগলা, ফাঁদে পা, এবার কিস্তিমাৎ -
দিন ভাবলে দিন। রাত ভাবলে রাত।

© 2013 Subrata Paul. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.

Friday, September 6, 2013

ওগো পদ্মপাতা // সুব্রত পাল


আমার পদ্মপাতা -
তুমি জলের সাথে খ্যালো। 
ঝঞ্ঝা কেটে ঠাণ্ডা স্বচ্ছ জলে 
আমার পদ্মপাতা - 
যাবোই, আমি যাবো।

তোমার বৃত্ত ছুঁয়ে - 
আমি কাজ পাগলা হলাম। 
রাত্রি শেষে বুক কেঁদে যায় 
               অনন্ত বিশ্রামে - 
আমার পদ্মপাতা - 
তুমি সাথীর কথা 
ভাবলে যদি, বলো।

তোমার পদ্মমধু - 
তোমার ঠোঁটের কষে 
তুমি ধুইয়ে দেবে চোখ। 
তোমার পায়ের নিচে - 
ভুলে রক্ত কাঁটা কালো 
আমি হাত রাখবো তাতেই।

আমার পদ্মপাতা - 
আমি যাবোই যাবো 
নীল জলের ফোঁটা 
ঘিরে যখন তোমায়।

© 2013 Subrata Paul. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.

Sunday, August 25, 2013

হৃদয়, এক নদী // সুব্রত পাল


হৃদয়, এক নদী
দুপাশে খোলা মাঠ
কখনো তুমি আসো
আমিও সাঁতরাই।
জলের ছিটে লাগে
কথারা চুপ চাপ্‌
কখনো তুমি ভাসো
আমিও হেঁটে যাই।

হৃদয়, এক নদী
আকাশ ছুঁয়ে যায়
কখনো তুমি মেঘ
আমিও মোহনায় -
বিষাদ উঁকি মারে
রোদের ঘুম ঘুম
কখনো তুমি ভয়
আমিও নিঃঝুম।

হৃদয়, এক নদী
অচেনা রূপ তার
কখনো থই থই
কখনো ভাবনার।
একাকী ওঠানামা
বুকের গ্বহরে
কখনো ভালোবাসে
কখনো কেঁদে মরে।

হৃদয়, এক নদী...

© 2013 Subrata Paul. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.

Wednesday, August 21, 2013

কথা বল্লেই বৃষ্টি // সুব্রত পাল


এক পা হেঁটে মোড় ঘুরতেই বৃষ্টি
একবেলা রোদ অল্প উঠেই বৃষ্টি -
এমন কিছু মেঘ নেই তবু বৃষ্টি
এক পা হেঁটেই ওলটপালট বৃষ্টি।

চুল ভিজে যায়, চোখ ভিজে যায়
ধূধূ রাস্তার পিচ ভিজে যায় -
অচেনা মেয়ের মন কাছে টানা বৃষ্টি
প্রেমিকার চোখে কখনো সখনো বৃষ্টি।

চৈত্র মাসের দুপুর বেলার বৃষ্টি -
বুকের মধ্যে টন্‌টনানো বৃষ্টি।

সে মেয়ের হাতে হাত রাখলেই
সে মেয়ের ঠোঁটে ঠোঁট রাখলেই -
কিম্বা একটু কথা বল্লেই, বৃষ্টি
খুব ভালো লাগা, ছিটেফোঁটা খুব বৃষ্টি।

© 2013 Subrata Paul. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.

Tuesday, August 20, 2013

কৃষ্ণকলি, আজও // সুব্রত পাল


মেয়েটার আছে মাথা ভরা চুল
মেয়েটার রঙ কালো
বাপ্‌ ঠাকুমার আপত্তিতেও
মেয়ে তবু জন্মালো।

মেয়েটার আছে চওড়া কপাল
মেয়েটার নাক বোঁচা
নদীজল ভেঙে এগোতেই থাকে
ক্রমাগত সব খোঁচা।

মেয়েটার আছে মায়ের আদল
মেয়েটার চোখ টানা
জন্ম থেকেই খুঁজতে থাকে
কোথায় তার ঠিকানা।

মেয়েটার আছে ঝড়ের আভাস
চিবুকে ছোট্ট তিল
রাত্তিরে মোটে বেরোনো বারন
রাতের আকাশে চিল।

মেয়েটার আছে পুরুষ্টু ঠোঁট
বয়স ছুঁয়েছে কুড়ি
চৌকাঠ খোলা, মনের উঠোনে
স্বপ্নের হামাগুড়ি।

অনেক স্বপ্নে ধুলো লেগে লেগে
অনেক স্বপ্ন মাটি
তবুও একটা স্বপ্ন আসার
রাস্তাটা পরিপাটি।

মেয়েটার আছে দূর দিগন্ত
এক বুক নিঃশ্বাস
কবে থেকে মনে তরুণ প্রেমিক
করে চলে বসবাস।

হয়ত ছেলেটা আসবে এবার
এই বসন্ত ধরে
মেয়েটার মন বসন্ত হয়
উড়ো মেঘ যায় সরে।

কিন্তু কোথায়, সেই ছেলে কই ?
সে ছেলে আসে না আর
একটা দামাল ঢেউ মুছে দেয়
চিহ্ন সব কথার।

কথা বললেই, কত কথা হয়
না বললে চুপচাপ
শুধু মেয়েটার কোন কথা নেই
ঠোঁটে তিরতিরে কাঁপ।

মেয়েটার আছে মায়ের আদল
মেয়েটার চোখ টানা
জন্ম থেকেই খুঁজতে খুঁজতে
এখনো খোঁজে ঠিকানা।

মেয়েটার আছে মাথা ভরা চুল
মেয়েটার রঙ কালো
বাপ্‌ ঠাকুমার আপত্তিতেও
মেয়ে, কেন জন্মালো ?

© 2013 Subrata Paul. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.

Thursday, March 21, 2013

আগুন // সুব্রত পাল


একটি ফোঁটা মাথায় পড়ে,
একটি ফোঁটা পায়ে।
শেষকালে কি ভিজতে গিয়ে
পড়বি মানের দায়ে?

মান খোয়ালে শোল বোয়ালে
ঘষটে দেবে গা।
ও মেয়ে তুই থাকবি ঘরে,
বাইরে যাবি না।

বাইরে দেখি আসল মেকি
দাঁড়িয়ে দুয়ার ধরে।
সাধুর সাথে গলায় গলায়
মিল হয়েছে চোরের।

চোরের সাথে ভোরের দিকে
ইকির মিকির খেলা।
আগুন এসে শরীর ঘেঁষে
গড়বে তখন ভেলা।

ভেলায় ভেসে দিনের শেষে
পড়বি মানের দায়ে।
একটি ফোঁটা মাথায় পড়ে,
একটি ফোঁটা পায়ে।

© 2013 Subrata Paul. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.