Search

Friday, September 13, 2013

পাগলা, ফাঁদে পা // সুব্রত পাল


পাগলা, সমুদ্দুর ! ভাসবি যদি চল্‌ -
মেঘ ভাবলে মেঘ। জল ভাবলে জল।

জ্বলতে এত সুখ চোখ জ্বলছে আজ -
রূপ ভাবলে রূপ। সাজ ভাবলে সাজ।

পাগলা, খালি গায় আছড়ে পড়ে চাঁদ -
যোগ ভাবলে যোগ। বাদ ভাবলে বাদ।

খেলতে মানা নেই সাজিয়ে নিয়ে ছক -
চুপ ভাবলে চুপ। বক্‌ ভাবলে বক্‌।

পাগলা, হট্টগোল ! শান্ত হয়ে বোস্‌ -
গুণ ভাবলে গুণ। দোষ ভাবলে দোষ।

সকালে তাজা প্রাণ সন্ধ্যে বেলা লাশ -
দূর ভাবলে দূর। পাশ ভাবলে পাশ।

পাগলা, হাতের পাঁচ ধরবি যদি ধর -
প্রেম ভাবলে প্রেম। ঘর ভাবলে ঘর।

আদর ছুঁয়ে মন শরীর পেতে চায় -
বুক ভাবলে বুক। আয় ভাবলে আয়।

পাগলা, ফাঁদে পা, এবার কিস্তিমাৎ -
দিন ভাবলে দিন। রাত ভাবলে রাত।

© 2013 Subrata Paul. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.