Search

Tuesday, August 20, 2013

কৃষ্ণকলি, আজও // সুব্রত পাল


মেয়েটার আছে মাথা ভরা চুল
মেয়েটার রঙ কালো
বাপ্‌ ঠাকুমার আপত্তিতেও
মেয়ে তবু জন্মালো।

মেয়েটার আছে চওড়া কপাল
মেয়েটার নাক বোঁচা
নদীজল ভেঙে এগোতেই থাকে
ক্রমাগত সব খোঁচা।

মেয়েটার আছে মায়ের আদল
মেয়েটার চোখ টানা
জন্ম থেকেই খুঁজতে থাকে
কোথায় তার ঠিকানা।

মেয়েটার আছে ঝড়ের আভাস
চিবুকে ছোট্ট তিল
রাত্তিরে মোটে বেরোনো বারন
রাতের আকাশে চিল।

মেয়েটার আছে পুরুষ্টু ঠোঁট
বয়স ছুঁয়েছে কুড়ি
চৌকাঠ খোলা, মনের উঠোনে
স্বপ্নের হামাগুড়ি।

অনেক স্বপ্নে ধুলো লেগে লেগে
অনেক স্বপ্ন মাটি
তবুও একটা স্বপ্ন আসার
রাস্তাটা পরিপাটি।

মেয়েটার আছে দূর দিগন্ত
এক বুক নিঃশ্বাস
কবে থেকে মনে তরুণ প্রেমিক
করে চলে বসবাস।

হয়ত ছেলেটা আসবে এবার
এই বসন্ত ধরে
মেয়েটার মন বসন্ত হয়
উড়ো মেঘ যায় সরে।

কিন্তু কোথায়, সেই ছেলে কই ?
সে ছেলে আসে না আর
একটা দামাল ঢেউ মুছে দেয়
চিহ্ন সব কথার।

কথা বললেই, কত কথা হয়
না বললে চুপচাপ
শুধু মেয়েটার কোন কথা নেই
ঠোঁটে তিরতিরে কাঁপ।

মেয়েটার আছে মায়ের আদল
মেয়েটার চোখ টানা
জন্ম থেকেই খুঁজতে খুঁজতে
এখনো খোঁজে ঠিকানা।

মেয়েটার আছে মাথা ভরা চুল
মেয়েটার রঙ কালো
বাপ্‌ ঠাকুমার আপত্তিতেও
মেয়ে, কেন জন্মালো ?

© 2013 Subrata Paul. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.